পুব দিগন্তে রাঙা রবি
আভা ছড়ায়,
আকাশ হেসে কার মহিমায়
বার্তা জানায়।

অপূর্ব এক প্রশান্তি পাই  
ভোরের সমীরণে
পাখ পাখালির কণ্ঠ সরব
কার মহিমা গানে।

ক্ষাণিকপরে সূরুজ উঠে
কার ইশারায়,
রাতের আঁধার কেমনে কোথায়
হারিয়ে যায়।

সাজালো যে নিপুণ সাজে
বিশ্বটাকে,
কী ক্ষমতা সাড়া না দিই
তাঁর ডাকে!

________________________________
-মাওলানা সৈয়দ আব্দুল মুঈদ আল মুত্তাকী
(কর্মধা, কুলাউড়া, মৌলভীবাজার|
বা'দ ফজর| রবিবার| ১৬/০৯/২০১৮ইং)