রূপোলী চাঁদ উঠে ঐ
আকাশের বুকে,
স্নান অবগাহে আয়
জোছনারা ডাকে।


জোছনারা ঝরে পড়ে
শহর, মাঠ, গাঁয়ে;
পাহাড়, সাগর, নদী-নালা
শূণ্য পথ বেয়ে।


আকাশটা কালো মেঘে
যদিও হয় ঢাকা,
চাঁদমামা হাসে তবু
একটু পেয়ে ফাঁকা।


উঁকি মেরে দেখে মামা
আমার সোনার দেশ,
রূপ দেখে খুশির বানে
জোছনা ঝরায় বেশ।