সমাজের গতিপথ
গেছে হায় উল্টি!
দেশি নয়, লোকে চায়
সাদা সাদা পোল্ট্রি!


ঢাকা নয়, লোকে আজ
চায় খোলামেলা!
মাছি করে ভন ভন
মনে দেয় দোলা!


পড়ুয়া ছেলেমেয়ের
লেখা পড়া গচ্ছায়,
ফেসবুক ওয়াটআপ
মজে শুধু আড্ডায়


বিদ্যালয় আঙ্গিনায়
অবাধ বেহায়াপনায়,
ছেলেমেয়ে মেতে রয়
কার কিবা আসে যায়!


ঘৃণায় মুখবোজে হায়
মরি লাজ শরমে,
শহরের গলি ছেড়ে
সয়লাব গেরামে!