বেলা সন্ধ্যা আসছে তেড়ে
সময়ের গতি বেয়ে,
সাজাও তব জীবনটাকে
আলোর প্রদীপ দিয়ে।


বৃত্তের বাইরে দৃষ্টি মেলো
জ্ঞান বিজ্ঞানে,
তব কর্মে যেন সৃষ্টি মেলে
মানব কল্যাণে।


ওপাড়ে যাবার সম্বলটুকু
আজো কি হয়েছে জোগাড়?
পেরোলে সময় অলসভরে
পাবি না যে ফিরে আর।