টুকাই নেতার চলছে গাড়ি
জনগণের ভিড়ে,
দুদিন আগেও ঠাঁই ছিল না
থাকার ভাঙ্গা নীড়ে।
বানবাসীরা ভাগ পেল না
রলো যে অসহায়ই,
টুকাই নেতার পকেট গরম
ত্রাণ তহবিল বুঝাই।
কোঠার স্থলে কোঠা রলো
বাড়ালো আরো জুলাই,
লুটের রাজ্যে ভোটে ভেটো
থাক্ না বছর আড়াই!
______________________________
রচনার স্থান: ভানুগাছ, কমলগঞ্জ।
তারিখ: ০৫/৬/২০২৫খ্রি.