রাতের জলসাঘর,
মালকোষ রাগের গুরু
গম্ভীর আওয়াজ।
সুধাভরা কন্ঠে বিগলিত উচ্ছ্বাস।
এক যুগ অবসানে মিলন হল
কোন এক অমিলের হিসাব।
চিৎকার স্বরে করুণ বাণী
তুমি সেই গৃহলক্ষী,
আমার প্রেমিক,আমার ভাবনা,
আমার চেতনা,আমার কাহিনী।
আজ মৃত্যু হোক অভিসাপের।
আজ ঐতিহাসিক দাবি সত্যি হোক।
ধুয়ে মুছে যাক ধরার গ্লানি।
রুধির ধারায় ততক্ষনে সব শেষ।
ফুলের শয্যায় শায়িত
জলসাঘরের রাগিনী।