হাজার ভিড়েও প্লাটফর্ম শূন্য লাগে।
কেন দাঁড়িয়ে ঠিক  মানে বোঝানো যায়না।
সময় নষ্ট  হয় জেনেও প্রখর তাপে পুড়ে
হেঁটে যায় সীমানায়।
নীল আকাশ মাঝে মাঝে কালো মেঘে কান্না করে।
না গো সত্যি কোন কবিতা নয়।
নই আমি কোন কবি।
ঠিক যেমন করে ঘটিয়েছিলে,
তেমনি তো এই ছবি।
ট্রেন থেকে নামলে।
পালকিটা ঠিক এখানেই দাঁড়িয়েছিল।
চুরি হয়েছিল স্বপ্ন বউ।
আজ আর স্বপ্ন বর দেখা যায় না।
বর, বউ হারিয়ে গেছে কল্পনায়।
জীবনের ঝরনা ঝরে কবিতায়।