রোজ  হেঁটে  যায়  সে  কারখানায়।
শরীরের  যুদ্ধ  সেরে ফিরে  আসে
আপন ডেরায়।
রঙীন  ফুল বাগানের  পাশে  কোমল
ভালোবাসা  আজও  খেলা  করে।
স্বপ্ন হারিয়েছে  অনর্থের  বলে।
ডিগ্রী   গুলো  হয়েছে  বাক্স  বন্দী।
হৃদয়ে  তবুও  সুপ্ত  গল্পের  খেলা  চলে।
অশান্ত  বুকের  ক্লান্ত  মনে  একটু  রাত
জাগে  খাতার  পাতায়।
শূন্যে  গর্জে  উঠে  বিদ্যুৎ ।
ভাঙা  পাঁজরে  একরাশ  আলো ডুবে যায়।
অঙ্গুলি  যুদ্ধে  সর্বস্ব  উজাড়  করে,
খিদে মেটায়  সে।
ঘুমিয়ে  পড়ে  নিশুতি  রাতে।
আবার  ভোরে  উঠা।
স্নান  করে মন্দিরে  মাথা  নত করে,
দুটি  মুখে  কিছু  দিয়ে  বেরিয়ে পড়ে।
হাঁটা  পথে  পাখিদের  ভালোবাসা দেখে
ভাবনায়  ডুবে  পৌছে  যায়  কাজের
ঠিকানায়।
একবুক  যন্ত্রনা  বন্দী  হয় কারখানায়।
মাঝে  মাঝে  চিৎকার  করে বুক ফাটা
নীরব  শব্দ  বলে,
আমি  নই  সরকারী,
শুধু  কর্মচারী।