কালো রাতে উন্মাদ অসুখ
উদ্দাম রক্ত বীজের আগুন
নিভিয়েছিল স্বপ্নের ভীতর।
কাঙালী আজও সন্তানের
পিতৃ পরিচয় খুঁজে মরে।
আধার কার্ড হবে কিনা
জানা নেই।
ভাগ্যের পরিহাসে ভৎসনার
ভিক্ষাতে জীবন দুর্বিসহ।
লক্ষীর ভাণ্ডারে সে
উঁকি দিতে ভয় করে।
আগে আধার চাই।