ছবি যা দেখার অন্যত্র হয়েছে বহমান
অন্যত্র সকলই জীবন ;
অন্যত্র সকল মুখ আর তাদের গান।  


ছবি যা ছিলো আঁকার ;
নিয়ে গেছে কাল-অমাবস্যার চুড়ি।
পূর্ণিমার নোলক সেও গেছে চুরি ;
কেবলই দীর্ঘায়িত হয়েছে মরণ
সময়ের প্রক্ষেপণ;
জমেছে ঘাম সম্পর্কের সাদা-খামে।  


খুব পরিষ্কার অথচ আঁধার রঙে
কেনো ভালোবাসা নামে?


চেনা-রঙের সবটুকু হয়নি এখনো জানা ;
সবটুকু হাসি যায় নি এখনো কেনা ;
অন্য কারো থেকে বাড়িয়েছি দেনা ;


ছবি যা আছে তার পুরোটা এখনো
যায় নি জানা।  
ছবি যা আছে তার পুরোটা এখনো
যায় নি কেনা।  
ছবি যা আছে তার পুরোটা এখনো
যায় নি মানা৷  


অন্যত্র দেখেছি তাদের বর্ণ-সংস্থান।
অন্যত্র স্পষ্ট তারা ;
অন্যত্র জীবন্ত ছবির মতো
সর্বতোঃ আমার' চোখে ঝাঁপসা-বস্তুমান।