চাইলেই সম্ভব
আপোষকে স্বাভাবিক বলা।
মৃত্যুকে বলা প্রতিদিনের অভ্যাস।  
ঘুনে-ধরে ফেলা সত্ত্বার বেদনাকে বলা,  
"ভালো আছি"


এ একপ্রকার জন্মগত অভ্যাস,
পালিয়ে বেড়ানোঃ  ভয় থেকে।  
কেমন ভয়? জেনে ফেলার ভয়।  
জানার পর যদি আর অজানা না থাকে?
তবে কি থাকবে আর সকাল দেখার তাড়না?
কতটুকু পেরেছি নিজের সামনে দাঁড়াতে?
যা দেখেছি তা কি অন্যকারো চোখ দিয়ে?
যা পড়েছি তা কি অন্যকারো মস্তিষ্ক দিয়ে?
সাতার দেবার আগে জলের ভয় থাকে ঠিক,


যখন ভয়টা চলে যায় তখন!
কাকে আকড়ে ধরে বাঁচবো?


তবুও কান্না ; আসে না চাইলেই
চাইলেই বুকভরে কাঁদা যায় না।  
"তুমি আপনি না এলে কে পারে?"


কান্না সহজ নয় তবু্ও কতটা সহজাত
অস্তিত্বের সমগ্র চোখ দিয়ে।


চাইলেই হেসে দেয়া যায়, সহজ করেই।  
সহজ বলেই সবাই হাসছে,  দেখো আনন্দ-সুন্দরঃ


তবুও সত্যের নীলরঙে
সে ত্রি-বিক্রম মুক্ত-ভৈরব।
জীবন-মরণ-বিষাদ-আনন্দ
যার কাছে বন্ধুর মতো।


যার কাছে সকল রঙই একরঙ
ঘন কালো অথবা হালকা,
তবুও নীল।