নক্ষত্রপথ দূরে যখন সময় যায় চলে ;
তখনও জীবন তীর্থের-কাক।
বর্তমানের তারে বাধা ভবিষ্যৎ
এমনই কিছু বলে,  


"যদি যাও তবে  যাও পুরোটা যাও চলে,
তখন তুমি-আমি দুই হই নতুন হয় জীবন ;
আশ্লেষে যেয়ো না, যেয়ো না ওই দলে।
দেখো সকল চোখ নিয়ত
ভয় পায় আনন্দ-সত্য ;
তাকায় তবুও ; তবুও গল্প বলে।"