কি রঙে তুমি আজ এ আকাশটা সাঁজালে
যে রঙ নেই তোমার মাঝে তাই কি হাতে পেলে?
কি অধিকারে সাঁদা ক্যানভাসটা রাঙালে?
আমার যা রঙ ছিল, রয়ে গেল বেখেয়ালে
- অনাহুত।


আলো নামের আঁধার ছেয়ে যায়
আমার থেকে সব আমি মরে যায়
নীল রঙে ধোঁয়া-ধোঁয়া চোখ ধাধায়
চেনা নামের গভীরে থেকে যায়
-অচেনা।


কার বানানো স্বপ্ন এই চোখ দেখে যায়
কার আকাশে উড়ার সাধে হায় খোয়াবে হারায়!
কার চোখে চোখ রেখে সম্মুখ-পৃথিবীটা দেখে যায়
কার আঁকা-লেখা-দেখা ছবিতে সব রঙ মেখে যায়
-অজানা।


দেখো তোমার পৃথিবীতে আমি জন্মে রই মৃত;
স্বাভাবিকতার-সংজ্ঞায় আরোপিত-জীবন-সত্ত্বা রয় নিহিত।


তোমার মতোই মরতে পেরেছি তাই করছো পুরষ্কৃত?
ধিক্-ধিক্-ধিক্ প্রলোভন তোমার পাকা-কঙ্কাল সদলবলে।


জীবনে রেখে করছো বিস্বাদ জীবনের স্বাদ;
'সত্ত্বা' শব্দটি আজ বাণিজ্যিক-স্বার্থ বলে?
কীভাবে পারো রাখতে অসীম-অস্পৃশ্য করে?
যেখানে অনন্ত এ-জীবন উৎসবেরই তরে।