কোথাও যেনো একটা অভাব রয়ে গেলো
কি আছে কি নেই তা না ভেবে
বহুদুরের কল্লোলিত ঝর্ণার কাছে
যেতে পারতাম।


যেতে পারতাম ;
স্নিগ্ধতার লজেন্স নিয়ে
ভরপুর একটা মিষ্টি সকালের কাছে৷  


অথবা দুপুর-রোদের শেষে অরণ্যসংকুল
সবুজের ঝিম নেশা গায়ে মেখে থাকা মেঘফুল?


মেঘফুল কানে গুজে
যদি মুক্তি দিতো আমার
জীবনকে পুঁজি করা
যতো ব্যাবসায়ীরা!


যারা আমায় দেখছে সবসময়
অথচ আমি দেখছি না।  


এই বস্তু হতে যাওয়া আমাকে নিয়ে
এতো কারবার কেনো এদের?


যায়নি জীবন এখনো পুরো-গোল
অন্ধকার এসো ফোটাও সে মেঘফুল।