ক্ষান্ত না হয়ে তবু
চোখের তাঁরায় প্রজাপতি একো।


আসবে আবার তারে
ঘন নিবিড় টান!
আবার গাইবে ভুলে গিয়ে খাঁচা।
জেনো,
কর্পূর আছে বলেই তো এই বাঁচা!


তুমি যেই হও, খুব কাছে যেয়ে
চোখের তাঁরায় চোখটি রেখো।


ওমন ঘন-নিবিড় টান পাওনি কত বছর?


খুব কাছে যেয়ে চোখটি শুধু দেখো।
অসীম সাগরে যদি না গিয়ে থাকো।