প্রতিদিন, পকেট ভরে  স্বপ্ন  নিয়ে বের হই,
প্রতিদিন, ভরা স্বপ্ন,খালিহাতে রেখে দিই
আগের মতো করে,
খুব সাধারণ, সহজ হিসেব।
পকেট দাবি না রাখলেও দাবি রাখে,
বেহায়ার মতো বেজে যাওয়া হৃদয়।
বলি, আজকাল অক্সিজেন কমলো?
ইটভাটার কালোধুয়া যেমন জেনে বুঝে প্রকৃতি খায়,
তেমনি একরকম কালোধুয়া ছিদ্র দুটি পেরিয়ে,
ভিতরের মানুষটাকে খায়।
পরদিন সকালে আধা খাওয়া আপেলের মতো
মানুষটাকে আবার ধুয়ে নিবো,
প্রতিদিন, পকেট পুড়ে স্বপ্ন নিয়ে বের হবো।
ভরা স্বপ্ন খালি হাতে রেখে দিবো।
খুব সাধারণ, সহজ হিসেব ।

কিন্তু তার মধ্যে কতগুলো দাঁতের অভাব,
যতদিন যায় দাঁতগুলোর সাদা নির্যাতন,
আর শব্দকণার মিলিত প্রবল হলুদ হাসি,
মাথার ভিতরে থাকা সব ছবির প্রতারণা,
প্রতিদিন, বৃদ্ধ করে দেয়।

একটা বিশ বছরের বৃদ্ধ যুবক,
যে কিনা আজো ঘুড়ি উড়াতে শেখেনি...