অদৃশ্য তবুও নদী ;
কতটা নীরবে কতটা সচকিত
কতটা ঝাপটে ধরা
আগন্তুক অথচ ফুটফুটে-অনুভূতিকে।  


অদৃশ্য তবুও ব্যাধি ;
কতটা প্রকট হলে তোমার যাওয়া-আসা
আমরা কখনো জানি না।  


কেবলই যখন সকল-সুন্দর খেয়ে পরে
উদ্গার করো তখনই টের পাওয়া যায়,


কি বিশাল- কি চতুর তোমার দাঁত ;
এক কামড়েই সাবাড় করে দাও।


জীবনের সতেজ আমেজ ;
কল্পনার বিশুদ্ধ সবুজ-ঘ্রাণ ;
আর আমাদের না-জানার কারণে
বালখিল্য-জনিত যতো উঁচাটন!


সম্ভাবনা সব জেনে ফেলছো তুমি?  
সব নীরবতার মূল্য জেনে ফেলেছো?
জানো নিশ্চয়ই? 'হাসি' নামটা এক হলেও,  
প্রতিটা হাসি কতো স্বতন্ত্র আর মূল্যবান?


তবুও তোমার কাছে আসতে বাধ্যগত।
অসীম সংখ্যক জীবন পেয়ে যাও স্বয়ংক্রিয়;
সাথে সার্বজনীন উপলব্ধি চর্চা-অধিকার।


তবুও তোমার কান্না পায় না ইন্টারনেট?  
অনেক জীবন আর উপলব্ধিই তো
নগদে কিনে নিয়েছো।


কল্পনার-চিন্তার খনি যখন করছো বাজারজাত।
জানি না কোন কথা বলা বৌদ্ধ জানালো,


"জীবনের কার্বন-কপি চিরন্তন বাজার পাবে"
- এক চিরন্তন মিথ্যাঃ সত্য তবুও।