নয়না-হীনার পানে চেয়ে থেকেছি,
অনন্ত সে কাল জুড়ে।


অহির-ভৈরবী সুরে দু'চোখ বুজেছি,
মায়ার ক্লান্তি ভুলে।


তবুও সে আকাশ হৃদয়ে শিরস্ত্রান
মেখলা তবুও নয় সে পরশ ত্রস্ত-ম্রিয়মান।


যদিও গাওনি কখনো স্পষ্ট কোনো গান
মাধুরী তুমি করুণ-হৃদয়ে এনেছো কান।


যতটুকু পায় সুরসঙ্গতি এই মন
তাতেই ভাসে সংক্ষিপ্ত এ-জীবন
সাঁজে-সে রসের ক্ষণ-বৃন্দাবন।