বহুদুর যে গাঙচিল উড়ে গেলো
তাকে পিছু ফিরে ডাকেনি কখনো
খাঁ-খাঁ বুক পেতে রাখা সাদা নদীটি।


সে নদী জানবে না কখনো
সাদা ডানার চিল কি শুন্যতায়
উড়ে বেড়ায় সে বিস্তীর্ণ শুন্যে!


তেমনি তুমিও?
-আমার বন্দীদশা তোমার কাছে
স্বাধীনতাসম।