আমায় একটা নদীর কিনার ভাবো।
কতদেশের কতবেশের পলি-কাঁদা বিগদখানি তাবৎ!
যেনো শীতল মাটি হয়েই রবো!
পশ-বশ করে যত জমেছে রস
তারাই সব হয় নিশ্বাস-বিরস!
যেমন বাকির খাতায় নগদ যত বাবদ।


আমায় বরং এমনই স্বস্তা ভাবো
যেনো জীবনানন্দের ফসিল মূল্য পাবো!


নির্বিবাদে পড়ছে প্রলেপ অন্য সবার চিন্তা-বালি
রাখছি যে ঠাই আগুনটাকে বহুনীচে আপন করি।
নদী সে তার ধর্ম মেনে যাক চালিয়ে পলির ঘড়ি
আমি নীচে সযতনে রাখি পোষে আগ্নেয়-গিরি!


ভুল করো না ভুল করো না
নদী তোমার ধর্ম মেনে।
করছো আমার উপকারই
অন্তে বিরোধ-সূত্র টেনে।