চিত্ত জুড়ে স্নিগ্ধ বনভূমি
প্রস্ফুটিত ভাষার ফুল চুমি
হৃদয় আলো করেছে বর্ণ ছটা,
সাজানো বাগানে হুলুস্থুল ছন্দ
বাংলা আমার আবহমান স্পন্দন
সমৃদ্ধ জ্যোৎস্নালোকে হাঁটা।


বুক পেতেছি ভাষার দূর্বাদলে
গাঢ় শ্যামল আলিঙ্গনে বলে
নাও কুড়িয়ে হীরে-জহরত যত,
তুলে নিলাম আলোয় গাঁথা হার
মর্মমূলে সুখের ঝংকার
লক্ষ্মীর ঝাঁপি,বৈভব ক্রমাগত!


ভাষার প্রেমে স্পর্শকাতর হই
ওলট পালট আবেগের হৈ চৈ
অভিমানী বুকে আলোক ধারাপাত,
আমার ভাষা পরিপূর্ণ তরু
প্লাবিত হয় অনাবৃষ্টির মরু
ক্ষুদ্র কলমে বিনম্র প্রণিপাত!