দিনের পরে দিন পথ চেয়ে থাকা এক সাধারণ ভালোবাসা ছোঁয়া নরম শান্ত জীবনের।
কখন আসে কখন আসে সর্বান্তঃকরণে খুঁজি দুবেলা।
এর নামই বুঝি প্রতীক্ষা।
ঝাঁক ঝাঁক সবুজ উল্লাসে আকাঙ্খা জুড়োবে আমার সচ্ছল সংসারে,তছনছ হবে যত রুগ্ন স্মৃতি।
অপেক্ষায় আছি সেই শঙ্খ সাদা জ্যোৎস্নার আকুলি-বিকুলি আলোছায়ার।
স্পন্দমান হৃৎপিন্ড অবিশ্রাম আবেগে দিন আর রাত্রি কাটায়।
প্রতীক্ষার মাঝে আছে সরল পুণ্য আনন্দ।
মন জানে সাধনার শেষে ঝরে পড়বে নম্র সুশ্রী আলো।
এক ঝলমল আশ্বিনের বিশ্বাসী রৌদ্রের মতো ভরসা জাগে তাই।
আশ মিটিয়ে সে সরল ভালোবাসার ছায়ায় ছায়ায় প্রহর যাপন করব।
খাঁ-খাঁ মনে সবুজ অশ্বত্থের পাতা সংকেত দিয়েছে...তৃষ্ণা মিটবেই।