সন্ধ্যে হল,কুলায় ফেরো ভালেবাসা!!
সূর্য-ডোবা দেখতে গিয়ে তুমি পথ হারিয়ে ফেলবে।
পথঘাট বড়ই অপরিচিত।অদ্ভুত আর্তনাদ হাওয়ার।সোঁ সোঁ বেসুর বাঁশি।
কতদিন হল শুনিনা পাগলগতি ট্রেনের শব্দ।
মধ্যরাতে হুইসিল বাজিয়ে চলে যায় দূরপাল্লা!!
না জানি কত কথা ঝাঁপিয়ে উঠতো মনের পাড়ে তার গোছালো ছন্দে!!
মন কেমন করতো হঠাৎ মায়ের জন্য!!
অসুখ রোদ্দুর জীবনের নকশা দিল বদলে।
মরে হেজে গেল নিটোল ছুটির দিনগুলো,শুভাশিস মুহুর্তগুলো।
মনজমি হল বেদখল।এখন শুধু ভয়ের আবাদ হয় সেথা!!
হু-হু করে  রক্তে মিশে যাওয়া মৃত্যুত্রাসে কে যেন অলক্ষ্যে মুচকি হাসে।
জীবনবীমার ধার ধারে না রোগ।যেন পণ করেছে বুঝিয়ে দেবে,কতটা ধানে সঠিক কতটা চালের জন্ম হয়।