এই যে সারাটা দিন আলোর তরঙ্গে ভেসে একটু একটু করে তারাঝরা তিয়াসি তিমিরের রহস্যে প্রবেশ করি,ভারি ভালো লাগে।
আবেশে কাঁপে হৃৎপিন্ড আঁধার-জোয়ারে।এক অন্তহীন প্রেমের জন্ম হয় মুহুর্তে মুহূর্তে!
নেই বিরহ,আছে শুধু দীপ্ত কল্পনার স্রোত।
কথার পরে কথা সুখের মতো ঝরে।
এ রাত্রি নিষ্ঠুর নয়,ডেকে ডেকে মমতা ছড়ায়,পারে অসুখ সারাতে।
সংকোচ ভেঙে বলে দিতে পারি ভালোবাসায় অন্ধ অামি।
সোহাগ জড়ানো বুকে মনের কথা বলা মনের মতনকে।
লক্ষ আলোকবর্ষ দূরে জ্বলা হাজার নক্ষত্রে সুসজ্জিত অবাধ আকাশতলে দাঁড়িয়ে শুদ্ধ বাহুবন্ধনের উজ্জ্বল সুখ অনুভব জীবনের অপার ঐশ্বর্য..বাঁচার প্রেরণা!!
এই অন্ধকারের একটা ছন্দ আছে যাকে রেখেছি বুকের মধ্যে ধরে!
বন্দী হয়ে আছি তার সুমধুর স্নেহে!


বিরতিবিহীন সুলগনে অগাধ শান্তি!
বহু ভালোবেসে পরিপূর্ণ সুখবিভাবরী!


পূর্ণ করে বাসনা,সাক্ষী থাকে এই নিশীথবেলা  আর ঐ বিলোকনীয় সপ্তর্ষির অমিয়মুখ।