মেদুর রাতে অনিদ আঁখি,
রাত্রি জাগা প্রেমিক পাখি,
মধুমাসে ভূবন তীরে,
সহজিয়া রাতুল নীড়ে,
দেখছে চেয়ে কৌতুহলে,
আসর মেলা নিশি তলে,
অরুন্ধতীর এলোকেশ,
রূপের বাহার,অনিমেষ,
জোনাক জ্বলা মাঠের পার,
মনে পড়া নদীর ধার,
কি করছে ঢেউয়ের দল?
তটরেখায় ছলাৎছল?
আরাম ঢালা শান্তি নামে,
হাসতে হাসতে বুকের বামে!
গান জুড়বো ঊর্মি সুখ?
শস্যছোঁয়া মাটির বুক?
দাওনা বলে একটিবার,
রুখবে মোরে সাধ্যি কার।
আমার সুরে জাগবে রবি,
তৃপ্ত হবেন বিশ্বকবি!!
মুহুর্ত আর সয় না তর,
সায় দিয়েছে বালুর চর।
রাতের সাগর দিচ্ছি পাড়ি,
দুলছে দেখি ঝাউয়ের সারি,
রাত্রি তুমি আশার ঝুলি,
সংগোপনে একটু খুলি,
একটি দুটি মুক্ত আশা,
পূর্ণ করে ফিরবো বাসা,
তাই চলেছি সতেজ বায়ু,
রক্ষা করো আমার আয়ু।
এই পৃথিবী সিক্ত মায়া,
শত শত গাছের ছায়া!
ভরা বুকে সাঁতার কাটি,
গমের শীষে স্নেহ খাঁটি,
আনব খুঁজে ঝাঁকে ঝাঁক,
গানে ভেজা মনের বাঁক,
নিখিল যেন এমনি রয়,
অন্ধ প্রেমের বৃষ্টি হয়!!
তন্দ্রা ঘেরা হল আঁখি,
বুঝিনি তা স্নায়ুর ফাঁকি।
জমছে আলো ঐ যে পূবে,
শুকতারাটি যাচ্ছে ডুবে,
বর্ণমালা জলে দিঘির,
অল্প হাসি শুদ্ধ মিহির,
ফিকে হল গভীর রাত,
সোনার থালা তুহিন প্রাত,
কল্পনারা পাপড়ি মেলে,
স্নান সেরে নেয় দীপ্তি তলে,
পাবে কি তাপ আশার কুঁড়ি?
সত্য মায়ার শূন্যে উড়ি!
ভোরের স্বপ্ন মিথ্যে নয়,
সরলতায়..মানুষ কয়!!