মনখারাপগুলি যাবার জায়গা পায় না কোন।
চৌহদ্দির দিনরাতগুলো খুবই বিশ্বাসঘাতক।
নিমেষে মরুভূমি করে দিতে পারে আমার মনের উদ্যান।
প্রাণ ভরা মেলে শ্বাস এমন বাতাস কি পাবো সন্ধানে??
কোনখানে পাই তাকে, দরিদ্র আমি খুঁজে মরি!! তবু হদিশ মেলে না কোন!!
কতদিন মুখ দেখিনি ভালোবাসার!! বেসুরো নিঃসঙ্গতা আস্তীর্ণ করেছে অফুরান জীবনকে।
সবই ভুল!! এ যাত্রা অবসাদ শক্তিতে উত্তাল।নেই আব্দার,নেই হুল্লোড়,নেই প্রাণের আবেগ!!
মন খাবি খায় হতাশার স্রোতে।নিয়ত আক্রমণ করে নিয়তি।
জীবন জংধরা,কালশিটে পড়া এক অন্ধকারের তান্ডব।
শব্দকোষে নেই কোন খুশী আনন্দ প্রেম ভালোলাগা ভালোবাসা নামক শব্দের তোড়া যে সাজিয়ে রাখবো হৃৎপিন্ডের অলিন্দে অলিন্দে!!
তৃষ্ণা গেছে সুন্দরের আলিঙ্গনের।মনের মৃ্ৎপাত্রটি জলশূন্য।
অনশন করে মন!! বেদনার পেয়ালায় চুমুক দিতে দিতে মৃত্যু চায়।
ভাঙা দাঁড়ে কি জীবনতরী বাওয়া চলে?


অবসাদের অবয়বটা বুঝি খানিক এমনটাই দেখতে।
বোধবুদ্ধিহীন মনোবেদনার আর কি রূপ হবে!!
অথচ অসীম চরাচরে অভাব নেই লক্ষ প্রজাপতির।বুকের তাপে জড়িয়ে নেওয়ার মতো ভালোবাসা!! আছে কলাবতী ফুল,আছে গন্ধরাজের সুগন্ধে ধোয়া নেশাগ্রস্ত চাঁদনী,শিশিরের গালিচা,সবুজ অরণ্য।
আছে রঙিন ঘুড়ির চোখের সীমানা ছাড়িয়ে যাওয়া,পুকুরভরা শাপলার রাজ্যপাট,আছে ভাদ্র রোদে পাতার ডগায় পড়ে থাকা এক চুপচাপ শিউলি,ভেসে যাওয়া নৌকা বহুদূর।


হাত বাড়ালে এরা কি পারে না এই কান্তার পথকে মরমি মোরামে বদলে দিতে??
বিক্ষত স্নায়ু ও মেরুদন্ডকে বলেই দেখো না!!
ভেসে যাবে আনন্দ অশ্রুকণার আত্মপ্রত্যয়ে!!