বলে গেল পাখি ইষ্টিকুটুম
   তড়িৎ গতি ডানা,
তোমার গৃহে আসছে প্রিয়
অতিথি যুগল,সখা অমিয়
      বারতা উন্মনা।


হাওয়ায় হাওয়ায় উড়ে আসে পাখি
       হলুদ পুচ্ছ মেলে,
আনন্দগানে শুধু আসা যাওয়া
রোমাঞ্চিত আলো-আবহাওয়া
      উৎসাহী বেলা দোলে।


  বিবেকের মাঝে দস্তুরমতো
    লক্ষ হীরার ঝিলিক,
   তীব্র সুখী গেরস্ত পাড়া
    দীর্ঘতম হুল্লোড় সাড়া
     ধবল আকাশ শরিক।


  বেদম আবেগে অন্ন রাঁধা
     অমোঘ লগ্ন সোনা,
মৃদু ঘাসে বসে নীলিমা তলে  
খেজুরের ছায়ে মিঠে কোলাহলে
     হৃদয়ের কথা শোনা।


ঠিক থাকেনা গোধূলি ঊষা
   বাউল সময় অতি,
রাঙা সঙ্গী সুখ নিরুপম
স্বস্তির সুধা বুঝি কাঁথা ওম
    মসৃণ অনুভুতি।


সযত্নে বোধে প্রসন্ন স্মৃতি
    জর্জরিত মোহ,
নির্বাসিত প্রিয় ক্ষণ আজ
হতাশার মেঘ,বেদনার বাজ
   অবসাদ মন দেহ।


কুটুম পাখি দেয় না বার্তা
   মধুর কুজনে,
ব্যস্ত জীবন ভঙ্গুর শ্বাসে
নেই অবসর প্রযুক্তি ফাঁসে
  অসহ আঁধার মনে।


দ্যুতিহারা দ্রুত জয়যাত্রার
    উন্মাদনা ভিড়ে,
নিস্পন্দ স্নিগ্ধ আবেগ
দুস্থ সমাজ,যোঝে গতিবেগ
   বন্ধন গেছে ছিঁড়ে।


ফিরে এসো পাখি সূর্যালোকে
    প্রতীক্ষারত মন,
আলোর সভায় মুখর প্রাতে
সুশ্রী আকাশ বার্তা সাথে
       ইন্দ্রধনু ক্ষণ!!