আলোর বন্যা পৃথিবী ছেড়ে
উৎসাহী শত নীড়,
প্রস্ফুটিত আশনাই ওম
সোহাগী বাতাস ধীর।


নকশাকাটা প্রদীপ মালা
মনোহারী মায়া গাঁথে,
অনিদ রাতে আকুল ধরণী
আলোকস্নানে মাতে।


বন্ধনে দোলে তিমির প্রিয়
নেই প্রেরণায় ফাঁক,
অাকাশের গায়ে আতশবাজি
যেন জোনাকির ঝাঁক।


রাত্রিজুড়ে অবিরাম আলো
আপ্রাণ কোলাহল,
মন থেকে মনে হেমন্ত বোনে
   বন্ধন প্রাঞ্জল।


আলো থৈ থৈ আকাশপারে
স্নেহপরায়ন নিশি,
ইচ্ছেমতন সাজিয়ে নেওয়া
উপচে পড়া খুশি।