পায়ে পায়ে পথ অলক্ষ্য অভিসার
পর্যটনের পথিক সুদূর উদার
অপূর্বের দেশে সফল পাড়ি,
বিজন পথে আত্মমগ্ন মন
শাখাপ্রশাখা আকাশ চিরন্তন
কোজাগরী শশী পথের দিশারী।


বসুধার বুকে ঘন তরুছায়া তলে
পথিক অতিথি,স্বপন দিনান্ত ঢলে
গাঁয়ের ক্ষেতে সূর্যের বিদায়,
বাক্যহারা আকাশতলে জীবন
রাত্রির পথে অনুভবী এক মন
ক্লান্তি বাধা যোজন দূরে যায়।


প্রান্তর পথ এঁকেবেঁকে সারাদিন
পথের মানুষ সাথী হওয়া সমীচীন
নিবিড়তায় আছে ঘোর আশ্বাস,
দিকে দিকে ডাক মৈত্রী আমন্ত্রণ
পথ হারিয়ে পথের ধূলায় জীবন
আশ্রয় পায় পথ চাওয়া অভিলাষ।


হেঁটে চলে যাব ব্যাপ্ত পথরেখা
হতাশার শেষে প্রণয় প্রতীক্ষা
সন্ধান দেবে সুগম স্ফীত পথ,
অকৃত্রিম ভালোবাসা নিয়ে শেষে
দিনের আলোয় সফর উঠবে হেসে
বন্দনীয় কাম্য প্রেক্ষাপট।