জীবনের দীর্ঘ দূর অভিযানে আমরা মানুষ প্রবল আশায় গড়তে চাই এক মিঠে সবুজ ভবিষ্যতকে।
দুহাতে মুঠো মুঠো স্বপ্নের ঝর্ণাধারা নিত্য স্পন্দমান।
বিনিদ্র নির্মাণ করি সাতরঙা আবেগে উল্লসিত সরস দিন।
সৃষ্টিময় জীবনে তবু কি এক অযাচিত বিস্বাদ আশঙ্কা ভরে দেয় স্বপ্নের প্রহর।
আকস্মিক অচেনা বাণ বুঝি তীক্ষ্ণ আক্রমণ করবে সেই প্রেম নিখিল।
স্তব্ধ হবে স্বচ্ছল সঙ্গীত,শুকনো হাহাকারে দগ্ধ দিন।
অপরিজ্ঞাত আতঙ্কে সমস্ত হৃদয় বিবর্ণ হয়ে ওঠে।
কেন এমন খাক হয়ে যায় সাধের স্বপনতরী?
শত শত ভয়ের নিশ্বাস পড়ে দ্রুত,শুষে নেয় প্রেরণা জ্যোতি...মনে জাগে এক তৃপ্তিহীন মরু।
এ শঙ্কা জানি কল্পিত,তবুও অন্তর কোণে সংগোপনে সে বাঁধে তার নীড়।
প্রাণমূল ধরে দেয় সর্বনেশে নাড়া।
মনে এই হারাই হারাই চিন্তার বহ্নি নিভিয়ে,পরিপূর্ণ সুখে স্বপ্নের সিঁড়িগুলিকে মজবুত করতে কি পারবো?
জ্বলন্ত জিজ্ঞাসা এক মনের কিনারে।