এঁকে বেঁকে ওঠা গাঢ় সবুজে রূপকাহিনী পাতা,
রঙে ছেয়ে খেলে কৃষ্ণচূড়া সুনীল স্বাধীনতা।
গাঢ় ছায়া ফেলে নির্বিকারে নিখাদ শ্যামলা প্রেম,
কাকলি মুখর আনাচ কানাচ স্নেহমায়া লেনদেন।
ছিলো সে তরু পূরনো জীবনে উথাল পাথাল হাওয়া,
ফুলে ভরা দিন,কচি ডালে গান সুখময় দিন বাওয়া।
পরাস্ত জীবন আঁখিজলে ভরে সবুজের দিন শেষ,
বলি দিল প্রাণ প্রিয় বন্ধু নিথর দেহে ক্লেশ।
দীর্ঘ পথ নির্মাণ হবে সুকঠিন রূঢ় দিন,
শত বৃক্ষের অন্ধ নিয়তি ক্রূরতার হাতে লীন।
হে নির্মম হে উদাসীন ছায়াহারা পথে শঙ্কা,
ফুরোবে নিঃশ্বাস সময় বাজাবে নেপথ্যে জয়ডঙ্কা।
তুমি উন্নত,অধীর উদ্দাম,পরম ক্ষমতাময়
মহীরুহ হয় পরাজিত প্রাণে,দূষিত বিবর্ণ জয়।
মিথ্যে হবে যত বিলাসিতা বিষবাস্প কালো,
দুঃসহ গ্লানি ক্লান্তির সুর বিষাদ মলিন আলো।
সাজাও পৃথিবী প্রণয় বৃক্ষে আশ্রয় নিরিবিলি,
মধুজার বুকে দাও বিছিয়ে সবুজ রঙা চেলি।