এ গল্প যদি না শোনাই তোমাকে তাহলে মনে হয় আমার অভিমানের রৌদ্র পরিত্যাগ করবে এ হৃদয়।
স্থির জানি তুমি মশগুল হবে আপাদমস্তক নিতান্ত ভালোলাগায়!!
আমার বাড়ির সদর দরজা খুললেই দেখা হয় ঘুম পাহাড়ের সাথে।ঠায় দাঁড়িয়ে ডাকে মুহুর্মূহু।খেলা চলে ভাগ্যের বন্ধুত্বের কোমলতায়।
গল্পের এ বারান্দা থেকে ও বারান্দায় সাবলীল চলাচল,আর তার মুখের আন্তরিক সোনালি হাসিসম্ভারে আবদ্ধ হয়ে আছি বছর বছর।
বিকেল নামতেই বিবরণহীন মনোহর হয়ে ওঠে পাহাড়ের শরীর।প্রতিটি বৃক্ষের হৃদয় থেকে বিচ্ছুরিত হয় একরকম ভালোবাসা যা আশাতীত!!
আসন পেতে বসে দেখা টিম টিম জোনাকি বাতি জ্বলে ওঠার খেলা!! আমার ভালোবাসা সংকুল ধমনী গুনে নিতে পারে তার সংখ্যা।
ধীরে ধীরে আঁধার হয়ে ওঠে এক কাঙ্খিত শিল্প!!
নিমগ্নতা অপর্ণা তিমিরে মিটিয়ে দেয় যত ক্লান্তি।শুধু রোমাঞ্চ আর শান্তির গড়াগড়ি এ-মনঃপ্রাণে!!
রাত বাড়ে অহংকার আলো করে দৈনিক।
নির্জনতা নেই,অপার স্নেহ কোলাহলে দিন গুজরান।
এ জন্ম হয় কেবল খুশির আলোক মঞ্জরী!!
এমন বসতি ছেড়ে পারি কি আমি যেতে আর কখনো??