ছোট ছোট ইচ্ছেগুলো উদাসী ঘুঘুর কন্ঠে বিজন দুপুরে আসা যাওয়া করে প্রকাশের ব্যগ্রতায়।
মৌনস্বরে অদম্য আকূতি -
বেঁধো না আমাকে আশ্বিন ঊর্মিল মেঘে
সুদীর্ঘ সাঁতার দেবো আমি নীল নীলিমায়
মরশুমে মরশুমে বাইবো তরী, থামাতে পারবে না আমাকে।
নক্ষত্রময় অনন্ত রাত্রির আকাশ আমি দেখতে চাই।
নীরব রাতে পাগল করা বান্ধব হাওয়া বলবে আপন কথা আমার কানে।
অস্ত আকাশে একলা ঘরে কাঁদবো না আর অন্ধ ভাবনায়।
আনন্দ প্রেম মিলন সদলবলে ঢালবে সুর
উষার কুমকুম আলোয় ঘুম ভাঙবে কোন এক পল্লীবাঁকে।
ক্লান্তিবিহীন ছুট জীবনসাগরে।
আকাশতলায় ঘাসের মঞ্চে একটু ঠাঁই চেয়েছি।
গাছপালার স্নেহে সুন্দর বনানী গল্প বলবে মরীয়া আবেগে।
ছায়ার সংসারে অনন্তকাল দিনের পৃথিবী
রাত্রির ভালোবাসায় দীপ জ্বালে তারা।


মনের কোনে নিদ্রাহীন ইচ্ছের গুচ্ছ সুযোগ পেলে পৃথিবীর মাটিতে ফসল ফলায়।
সযত্নে তাকে চেপে রাখবো না আর স্নায়ুতে স্নায়ুতে।
দিশেহারা মন স্থির হবে রাঙা জীবনের স্বপন বিছানো সহজ উঠোনে
চোখের স্বাদ মিটে যাবে, মনে হবে আহা! এইতো আমার ইন্দ্রধনু আকাশ স্মিতহাস্যে দু বাহু বাড়ায়।
মুক্তির স্বাদে কানায় কানায় সফল সেই স্বপ্নদিনকে প্রাণকোলাহলে সুবর্ণ অভিবাদন।