হেমন্ত নোঙর করে
কাশের বেলা বয়ে গেল জানি,
শিশিরের জলে শীতল অঘ্রান ঝরে
সোনার ধানে বাংলার মাঠ রানী।


পরম্পরায় কৃষকের ক্ষেত চাষ
খই মুড়কির ঘ্রাণে মনের মায়া,
রাঙা রোদে উঠোন জুড়ে বাস
খোড়ো ঘরে মাটির দীপের ছায়া।


কুয়াশা ভেজা ধূসর সন্ধ্যা নামে
গাজনের সুরে কার্তিক জাগে রাতি,
একাকী মাঠে জোনাকি ঝিঁঝির প্রেমে
শিহরণ আনে সাতটি তারার বাতি।


গোলাভরা আমন ধানের ভিড়
খড়কুটো মুখে চড়াই এর গুঞ্জন,
নবান্ন সাজে কাঁঠাল ছায়ে নীড়
লক্ষ্মীর আশীষ, মানুষের বন্ধন।


পাড়াগাঁর পথ শ্যামা শালিকের গানে
রোদের আনন্দ অরুণ শিখা সুখ,
শস্যোৎসব প্রীতি আস্বাদ প্রাণে
হেমন্ত, সে যে প্রিয় পৌষের দূত!