ঊষা হৃদয় প্রহর গোনে
বুকের মাঝে ছলাৎ ছল,
তোমায় আমায় হবে দেখা
মেঘের কোলে রোদের ঢল।


এই তো সেদিন প্রেমের জোয়ার
আসতো যেত লগ্ন ছাড়া,
আজকে দেখ অনন্ত পল
বিষণ্ণ আর বাক্যহারা।


বল না জীবন,ফুরিয়ে গেলি?
হয় কি তবে শোকের জয়?
কেমন করে বাইবো তরী
ভবিষ্যতের ভীষণ ভয়!


ডিপ্রেশনে ভুগব যদি
ছড়ায় নীলে ধূসর রঙ,
তারায়-তারায় উজ্জ্বলতা
আজকে দেখ অনেক কম!


দিতে পারিস একটি উঠোন?
আসর জমে কথার টানে,
দুঃখহরা শতেক সকাল
তেমন বাঁচায় পূর্ণ মানে।


এমনি করেই আসন্ন দিন
ওড়ায় ফানুস নিখিল মাঝে
ভরসা হাসির ঘনঘটায়
মুখর তালে মাদল বাজে।


ভেবে দেখা পরমজ্ঞানে
কি চায় মন অস্ত উদয়,
মনযোগের একটু মায়া
সমারোহে আনবে বিজয়!


স্নায়ুসুখে মনের মাটি
খুঁজে পাবে একটি তারা,
অষ্টপ্রহর উত্তেজিত
ভালোবাসায় আত্মহারা!