শহর বোঝে না আজও।উন্মুখ প্রতীক্ষায় আছে দুয়ারে দাঁড়িয়ে।
মেঘের কাছে প্রশ্ন,বলো কি খবর এনেছো তুমি?
এই জীবন আচ্ছন্ন করা ব্যথা আহ্নিক গতি জুড়ে, কি চূর্ণ হবে এবার?
শাস্তি-প্রাপ্ত দন্ডিতের মতো আর কতদিন ঠায় দাঁড়িয়ে থাকবে মানুষ?
অতি উপাদেয় কি সংবাদ এনেছো পাতে পরিবেশনে,যা চেটেপুটে আস্বাদ করি।
বলে মেঘ,কোনও ছন্দ হারাবে না।ঐ রাঙা ঘন চাঁদ হেঁটে যাবে বুকের ভেতর দিয়ে।
ভাসবে শরীর সুরে সুরে মোহনার মিলন অবধি।
স্বপ্নেরা সঙ্গ দেবে আগের মতো।
ক্ষয়ে যাবে একটানা অসুখ....সব কিছুরই যে অন্ত থাকে!!