প্রত্যহ পাতি জীবনের কাছে হাত
প্রিয় মুখ যত প্রিয় সন্বোধন,
খুঁজেছি আমি চৈত্র উদাস পথে
দরদী হাসি মানুষ চিরন্তন।


নিরালা হৃদয় একাকী অনুভব
সহসা আকুল ক্ষীণ আশা নিয়ে এক,
কল্পনা ঢেউ চাঞ্চল্যে বলে
হারানো মানুষ আকাশেই খুঁজে দেখ!


আকাশ সাগরে তরণী আমার বায়
ঘুরে ফিরে নিভৃত রাতজাগা,
সকাতর চোখ আঁধার ভেঙে মগ্ন
তারারা কাঁপে, নির্মম চেয়ে থাকা।


উৎসুক মুখ কালপুরুষে খুঁজি
শেষ ঠিকানা আকাশের নামে ডাক,
তমসার তীরে অদম্য আহ্বান
ফিরে আসে যদি ছেলেবেলাকার চাঁদ।


উদাসী আকাশ সুদূরের পাখি একা
বিষাদ দিয়েছে বকুল ফুলের গন্ধ,
মিনতি শোনে না বৃক্ষ বাতাস বাঁশি
দুঃখভরা জলপ্রপাত ছন্দ ।


দু চোখ ছাপিয়ে উতল বর্ষাকাল
ডুবে যায় মন প্রিয় কন্ঠস্বরে,
পিপাসা বুকে অসমাপ্ত স্নেহ
বিন্দু বিন্দু অশ্রু নিয়ত ঝরে।


স্বপ্ন সন্ধ্যা থোকা থোকা জোনাকি
পৃথিবী ঘুমোবে শোলক শোনাবে রাত,
প্রিয় মানুষের স্মৃতি শুধু ভালোবাসা
মনের খাঁজে পুঁজি মমতার হাত!