কনে-দেখা আলোয় কোরাস ধরেছে কৃষ্ণচূড়া।
আশাতীত আনন্দযজ্ঞে নিমন্ত্রিত আমি।
সুখ আমার থৈ থৈ করে আজ তাই।
ভূমিষ্ঠ হয়েছে বৈশাখী হাসি।
কৃষ্ণচূড়ার দুর্লভ রূপের ঐশ্বর্যে লভি নব নব সুখানুভূতি।
এই নবরূপাকে নিয়ে অনর্গল কথা হয় ভবঘুরে বাতাসের সাথে।
ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত চয়নে রোমাঞ্চ জাগে তাই।
ভারি শান্ত জলের আরশিতে দুর্দান্ত কৃষ্ণচূড়ার ছবি অনুরোধ জানায় এক নতুন কবিতা লিখে দিতে।
একটি মিঠে দখিন হাওয়া এই অফুরন্ত লালের ছোঁয়া নিয়ে পাড়ি দেবে সুদূরে।
উতরোল বাতাসে আকুল শাখাগুলি প্রেমের সুরে সাজে!
কৌতুহলে ভরা এ গোধূলি স্মিত অনুরাগে গুঞ্জন করে সারা চেতনায়।
আকাঙ্খার তাঁতে বোনা এই উপভোগ্য প্রাক সন্ধ্যার এক ফালি আনন্দ এসো তুমি আর আমি ভাগ করে নিই।