আকাশে তারারা কি করে ইশারা?
আলোকসজ্জা দেখো,
নয়নাভিরাম সাজানো মঞ্চে
একটি কবিতা লেখো।


লিখছি স্বচ্ছ অনুরোধে
দৃশ্যসুখের কথা,
নিঃসীম দূর ঐ যে আলো
বিলীন মর্মব্যাথা।


তারারা শুধু তোমার তরে
তোমার চোখে ঠাঁই,
রাগ অভিমান বিস্মৃত করা
আঁধার নেমেছে তাই!!


সকল বাধা কাটবে যদি
বাড়াও প্রেমের হাত,
সলিল দোলায় চাঁদের ছবি
দিঘির জলে রাত!!


হতাশ হাওয়া দেবে পাড়ি
শোকের অভিমুখে,
রূপালী জরিতে বুনেছি রাত
লুকিয়ে রাখা সুখে!!