অমিয় সুখী নীল দিগন্ত
  পলাশ এল শাখে,
চারিধারে গান উদাসীন প্রাণ
  সমারোহে তরু ডাকে।


শরিক হব মহুয়ার গানে
  ছাপিয়ে হৃদয় মন,
নির্ভুল প্রেমে,পূব পশ্চিমে
  আশির্বাদি বন।


কাতারে কাতারে লাল হলুদে
  আস্ফালিত সুখ,
আঁচল পেতে কুড়িয়ে নেওয়া
  অভাবিত কৌতুক।


শ্যামলা মানুষ সে দেশেরই
  আতিথেয়তায় রোদ,
কানায় কানায় পূর্ণ সাজি
  ময়ূখ মায়া স্রোত।


স্নিগ্ধ সন্ধ্যা,ওড়ে ভালোবাসা
  আবেশে কাঁপে তারা,
দূরে দূরে শাল,দোদুল পিয়াল
  বসুধা আত্মহারা।


নিরবধি ভাসি বনানীর ফাঁকে
  ক্লান্তিবিহীন আঁখি,
খেয়ালের পথে পলাশের সাথে
  আছে বসন্ত পাখি।


সোহাগমাখা খোলামাঠে
  সাজে ফাগুন বৌ,
নৃত্যতালে আবাহনে মাতে
  পুরুলিয়ার ছৌ।


অবকাশে শুনি পাহাড় ছায়ে
  মরমি সহজিয়া,
প্রকৃতির ঋণ,রবে চিরদিন
  প্রিয়তমা পুরুলিয়া!