তৈরী করেছি আশার পিদিম
রেড়ির তেলে সেজে,
এ-দোরে ও-দোরে ফুটবে আলো
শাঁখের সুরে বেজে।

তারামণ্ডলে অস্থির জ্যোতি
বিফলে যাবেনা আশা,
মুদে যাওয়া মনে আরোগ্য দেবে
অনায়াস ভালোবাসা।

আরামি হবে খেয়া পারাপার
জলোচ্ছ্বাসের ছবি,
মরচে-পড়া আকাশের বুকে
দৈব আলোর রবি!!

পৃথিবীর মাঠে পোড়া দিনকাল
ঈশ্বর দেবে মুছে,
হাঁটতে পারবো অম্লান পথ
আশ্বাসী চোখ বুজে।

আঙিনার বুকে কাঞ্চনগাছে
থোপা থোপা ফুল সাজে,
পড়শির ভয় অকারণ হবে
গৃহস্থ মনমাঝে।

এই তো মাত্র মঙ্গল আশা
অধিকার আছে শত,
প্রাপ্য নিতে এসেছি বিধাতা
মোরা অভাজন যত!!