কি ভাবছো বৈজ্ঞানিক? বিষণ্ণতার প্রতিষেধক আবিষ্কারের কথা?
ঠিকই ভাবছো।এই আপন্ন মন নিয়ে আর তো পারি না!!
পৃথিবীর ঊনকোটি সমস্যা চৌচির হয় বুকে বুকে তাহলে!!
পথ খুঁজে হয়রান হচ্ছি যারা তারা যদি পেয়ে যাই খেই,প্রফুল্ল রক্তের কোলাহলে উপাসনা হবে শুধু তোমারই!! বৃন্দগানে নিত্যদিন।
হে অধিনায়ক! সম্ভব সম্ভব,তুমিই পারবে উপহার দিতে।অনির্দিষ্ট লড়াইকে তুচ্ছ করে উল্লাসের তরঙ্গে তুলে দিতে পাল।
প্রাণ ঘুরে মরছে সেই আলোর আশায়!!
বাক্যবাগীশরা শুধু বলে যাবে কথাই।
তর সয় না আর!! তোমার সাথে আমিও মেতেছি আনন্দ আবিষ্কারের নতুন নেশায়!!
যা থামবে না কখনো!!