আমার
একটা কথা ছিলো শোনবে?
মনে করো কাছে গিয়ে আর
বললাম না!
তুমি কি রাগ
করবে?
জানি তুমি একটু
অভিমানী।
ঘন
কালো নিশিতে চাঁদের
আকাশে
রোজ
একাকি বসে মনের
কাব্য লিখি।
গানের গীত,সুরের
ছন্দরা,খোলা বাতাসে
যেন
ডানা মেলে উড়ে যেতে চায়
এক পলকে
মিশে যেতে চায়
তোমার মৃদু কন্ঠে
যদি সেই
কথাটা তুমি জানতে
হয়তো আমায়
বুঝতে পারতে।
এই শ্রাবণ
দুপুরে গাইতাম গান
একটি ফুল
অথবা পাখির
কলরোলে
সপেঁ দিতাম মনের
জমানো কথাকলি
তোমায়
কতোটা ভালোবাসি।


রচনাকাল-১১-০৮-২০১৪।