পৃথিবী বেশ ভালো আছে জেনেই-
আমিও ঘেন্না ভুলে সুঘ্রাণে ভাসি।
কেনো না ভাঙা গ্লাসে জল রেখে
প্রতিবারই মোমের মতো ফুরিয়ে যাই।
তাতে ছন্দ হারিয়ে মাতালের পাশে
কেবল নিজেকে সঁপি অনিবার।
মেঘপুঞ্জের মেঘদূত অশ্রু ভরে
অনায়াসে নোনা জলের কাব্য লিখে যায়।
একটা নদী যেমনটা বর্ষা এলে পাড় ভেঙে
ইচ্ছে মতো খেলা করে মাটির সঙ্গে!
ঠিক এমনি হৃদয়ের বাধঁন ছন্নছাড়া
বিকল্প হারা দীপ্ত প্রত্যয় আমার।
কেবল সহজাত দুখীনির সাথে
খানিক সঙ্গোপানে গোপন সুখে-
ফের মিলনে উপনীত হয় অযথা।
যাঁর পাহাড় সম্যক ব্যর্থতা থাকে
তাঁর'তো মৃত্যুই কামনা করা উচিত!
অথচ কেনো জানি বিষের আকাশে তাকিয়ে
আমি তাঁকেই জনম দিয়ে ভালোবাসি
অতঃপর এ জীবনের সমস্ত অধিকার
তাঁর জন্যেই দিনান্তরে গুঁজে রাখি....।


রচনাকাল-২৭.০২.২০১৫।