শহরে গ্রামে লক ডাউন
রাস্তা ঘাট বন্ধ
কোথায় সেসব সমাজ সেবক
সবাই কি আজ অন্ধ?
তোমাদের জীবন আলোই গাঁথা
রঙিন কাগজে আঁকা
আমাদের জীবন কালোই মাখা
কপাল টায় যে ফাঁকা।
আমোদে প্রমোদে ঘরে বসে
তোমাদের দিন যাই
আমাদের ঘরে শুধুই খুদার কান্না
খাওয়ার কিছু নাই।
ছেলের কান্না মেয়ের কান্না
কি করে বলো শুনি
কবে যাবে এই লক ডাউন
খালি পেটে বসে গুনি।
সরকারে যা দেয় তাও নিয়ে যাও
গুদামে রাখো ভরে
আমাদের ঘরে খুদার কান্না
থাকি কি করে ঘরে।
বিধাতাকে বলি কেন গো তুমি
গরীব করে, দিলে এমন শাস্তি
গরীবের ঘরে শুধুই কষ্ট
ওদের ঘরে মজ-মাস্তি।
এর থেকে ভালো ঐ করোনা
চোদ্দ দিনে দেয় মুক্তি
খুদা রোগ যে বড়ই কঠিন
নেই সহ্য করার শক্তি।