দূঃখের কালো মেঘে ছেয়ে গেছে
মনের আকাশ
চারদিক থেকে গায়ে লাগে শুধু
কষ্টের বিষাক্ত বাতাস।
জীবনের সাথে যুদ্ধ করতে করতে
হয়েছি যে বড় ক্লান্ত
মনে যে আজ ভিষণ ব্যাথা
চাইছি যে এর অন্ত।
শরীর টা আজ বড়োই দুর্বল
নেই যে আর শক্তি
কোথায় গেলে পাবো আমি
এই যন্ত্রণার মুক্তি।
একলা আমি যায় হেটে হেটে
যায় দূরে হতে দূরে
কখনও যায় নদীর ঘাটে
কখনও বা আসি বন ঘুরে।
গ্রাম গঞ্জে শহরে শহরে
কখনও যায় বাজার হাটে
অবশেষে যেন শান্তি পেলাম
চিরচেনা এই শ্মশান ঘাটে।
এখানে যে কোন নেই কোলাহল
চারদিকে শুধুই স্তব্ধ
এখানে যে পায় চির শান্তি
এইখানের বাতাস যে বিশুদ্ধ।
এখানে চিরতরে ছাই হয়েছে
লোভ লালসা
বাতাসে মিশে আছে কত
মৃত মানুষের ভরসা।
এখানে মিথ্যা, হতাশা, ভয়
সবিই যে পুড়ে হয়েছে ছাই
প্রিয়জন হারানোর শোক
মনে শত বেদনা কষ্ট
এখানে চিরতরে পুড়ে
সব হয়েছে নষ্ট।
এখানে যে চির শান্তি শান্তি
দূর হয় মনের সকল ক্লান্তি
এখানের বাতাসে মিশে আছে
কতনা স্বপ্ন কতনা গল্প
আছে কতনা জীবনের
অপূর্ণ গল্প।
তাই তো নির্জনে বারে বারে
আসি এই তটে
চির চেনা প্রিয় এই শ্মশান ঘাটে।
এখনে জীবনের গল্পের
হয় অবসান
জীবনের শেষ ঠিকানা প্রিয় শ্মশান।।