তোমায় কখনও বলেছি তুমি
কতটা সুন্দর?
জানি যদি বলি তুমি শুনবে না
তোমার সৌন্দর্যের বর্ননা বললে
তুমি মানবে না।
সাদা কাশফুলে ভরে যায় যেমন
শরতের নদীর কূলে
শিউলি ফুল ঝরে ঝরে ভরে যায়
যেমন গাছের তলে
তুমি তার থেকেও সুন্দর।
তোমায় দেখে দুঃস্বপ্নেরা পালায়
ঐ দূর প্রান্তর।
লজ্জায় আকাশের মেঘ
বৃষ্টি হয়ে ঝরে পড়ে
ভাঙ্গন নদী তার ভাঙ্গা রেখে
আবার গড়ে।
তোমায় দেখে মরা নদী পায় উদ্দীপনা
নতুন বেগে চলে
তোমার সৌন্দর্যের মহিমায় মুগ্ধ হয়ে
সাদা বলাকা উড়ে দলে দলে।
তোমার দুটি চোখে আঁকা আছে  
হাজারো ছন্দ
তোমার দৃষ্টি তে থেমে যায়
শত জন্মের দ্বন্দ।
তোমার সৌন্দর্যের চর্চা করে
দখিনা বাতাসে গাছের শাখায় শাখায়
তোমার বর্ণনা  করা যাবে না
এক জন্মের কথায়।