চাঁদের আলো ছরিয়ে আছে
                বাড়ীর আঙিনায় ,
        একলা খুকুর ঘুম আসে না
                 শুয়ে বিছানায় ।
        চাঁদে যে কোন বুড়ি নেই
                  সেই কথা সে জানে,
         কি আছে সেথা? দেখতে যেতে
                   মনটা যে তার টানে।
          রকেটে চড়ে যেতে হবে ,
                   কন্তু রকেট পাবে কোথা?
          বিকল্পটা খুঁজতে যেয়ে ,
                    ভাবলো পরির কথা ।
           দৃড় বিশ্বাস ঐ পরিই পারে
                     তাকে নিতে চাঁদে ,
           পরির আশায় রাত বয়ে যায়
                     মনটা ভিষণ কাঁদে ।
           ভোরের আলোয় চাঁদ লুকালো
                     দূর আকাশের গায় ,
            নির্ঘুম খুকুর চাঁদনি রাত
                      এ ভাবেই কেটে যয় ।  
          
            



   ছড়া-৫
   খন্দকার রফিকুল আলম ।