তিলোত্তমা ঢাকা শহড়
   করছে গ্রাস বস্তিতে,
এখনি এ নিয়ে, মাথা না ঘামালে,
   পারবোনা থাকতে সস্থিতে।


পেটের ক্ষুধায় , কাজের আশায় সবে,
   ভিটাবাড়ী ফেলে, চলে আসে ঢাকায়।
ব্যস্ততম শহড়ে , দ্বারে দ্বারে ঘুরে ,
   অবশেষে ঠাঁই মেলে বস্তির আস্তানায়।


নিরুপায় মানুষের ,শহড়ে আসার
  কারণ যদি, না করা যায় দূর ।
উন্নয়নের অলিক স্বপ্ন আমাদের,
  রয়ে যাবে যে, নাগালের বহুদূর ।