আইন মোদের বেজাই কড়া,
ছিঁচকে চোরে পরলে ধরা ,
বিচারে তার ঠিকই হবে
    জেল ও জিরিমানা ।
দিন দুপুরে পুকুর চুরি ,
করছে যারা ভুরি ভুরি ,
আইনের ফাঁকে পার পেয়ে যায়,
      এমনই তারা সেয়ানা।


হাইজ্যাক কিংবা ছিনতাই করে,
ধরা যদি কেহ পরে ,
গন পিটুনির ধকলে তার,
     প্রাণ রবেনা ধরে ।
কাগজ কলমে চুরি করা,
সহজে যা যায় না ধরা ,
লোক চক্ষুর অন্তরালে তা,
     যাচ্ছে অনেকে করে।


সমাজের উঁঁচু স্তরে থেকে,
করছে চুরি একে একে ,
তবুও তারা নন্দিত হয়,
      নির্বোধ জনতা দ্বারা।
অভাগা এই গরীব দেশে,
চলছে যারা ছদ্মবেশে ,
তাদের স্বরূপ উৎঘাটন বল,
      করবে আজি কারা ?